Kalapanir Karbas, know The Unknown Story Of The Inmates Of The Cellular Jail

The worst prison of the British period.

author-image
Adrita
New Update
s

FILE PIC

BY A STAFF REPORTER: Many revolutionaries, freedom fighters gave their lives for the freedom of India. The British government inflicted untold atrocities on the Indians for the past 200 years.

Andaman & Nicobar Islands | Cellular Jail was a place of exclusion and  isolation dgtl - Anandabazar

The British went to extremes to oppress the Indians. It is also known that most of the prisoners committed suicide as they could not bear the torture. It is also known that many times the bodies of prisoners who died due to execution or other reasons were floated in the sea.

সাগরের জল কালো হোক না হোক, নৃশংস অত্যাচারের ক্ষত কালোর থেকেও গভীর। স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকেই আন্দামান ছিল ব্রিটিশদের তৈরি ‘কালাপানি’। সিপাহি বিদ্রোহের সময় থেকেই এখানে দ্বীপান্তরে পাঠানো হত বন্দিদের। অত্যাচারী ব্রিচিশ শাসক সেই ধারা পূর্ণমাত্রায় বজায় রেখেছিল স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রেও।

The British imprisoned the revolutionaries in cellular jails in the Andamans. Not only the prisoners, they were subjected to unspeakable physical torture. The feet of the prisoners were kept in chains. In addition, cigarette butts were also applied to the body. They were whipped. After torture they would have died.

Andaman & Nicobar Islands | Cellular Jail was a place of exclusion and  isolation dgtl - Anandabazar

History tells us that the standard of food allotted to the inmates of this jail was also very poor. Even in case of illness, there was not enough medicine. In protest, the prisoners sat on hunger strike in the jail.

সিপাহি বিদ্রোহের পরে প্রায় দুশো জন বিদ্রোহীকে আন্দামানে দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। মুঘল রাজবং‌শের অনেক সদস্য এবং সিপাহি বিদ্রোহের সময় যাঁরা বাহাদুর শাহ জাফরের পাশে ছিলেন, তাঁদের অনেকেরই নিয়তি ছিল কালাপানি।

The revolutionaries Satyendra Narayan Majumdar, Fazal-e-Haq Khayrabadi, Yogendra Shukla, Batukeshwar Dutt, Vinayak Savarkar, Babarao Savarkar, Sachindranath Sanyal, Induvhushan Roy, Ullaskar Dutt, Harekrishna Konar, Bhai Parmanand, Sohan Singh, Subodh Roy, were imprisoned in this cellular jail. Trailokyanath Chakraborty, Barindra Kumar Ghosh, Sher Ali Afridi and others.

উনিশ শতকের শেষে পরাধীন ভারতে তুঙ্গে স্বাধীনতা সংগ্রাম। ফাঁসির পাশাপাশি সশস্ত্র পথের বিপ্লবীদের বেশিরভাগেরই শাস্তি হয়েছিল দ্বীপান্তর। সেই সময় ব্রিটিশ সরকার বুঝল, এ বার আন্দামানে দরকার নিশ্ছিদ্র নিরাপত্তা সমেত একটি কারাগার।

Also, Mahavir Singh, Bhagat Singh were incarcerated in this jail in the Lahore Conspiracy Case. Mohan Kishore Namadas, Mohit Maitra convicted in Arms Act case. They died due to force feeding.

মূলত ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস ল্যাল এবং চিকিৎসক এ এস লেথব্রিজের মস্তিষ্কপ্রসূত ছিল সেলুলার জেল। ১৮৯৬ সালে শুরু কারাগার নির্মাণের কাজ। শেষ হয় ১৯০৬ সালে। তৎকালীন বর্মা থেকে ঘন লাল রঙের ইট এনে প্রথমে তৈরি হয়েছিল কারাগার।

The cells in the cellular gel were completely isolated from each other. It is known that the cells were constructed in such a way that no prisoner could see the face of another. As a result there was no way of communication between them. This is how the British government arranged 'Solitary Confinement'. In a word, this jail in Kalapani had perfect security of the British Government.

কারাগার ভবনের সাতটি শাখা ছিল। কেন্দ্রে ছিল টাওয়ার। যেখান থেকে রক্ষীরা নজরদারি চালাতেন। বাইসাইকেলের চাকায় যেমন স্পোক থাকে, সে ভাবে কেন্দ্র থেকে বিস্তৃত ছিল শাখাগুলো।

The structure of the prison was like a star sign. The prison building had seven wings. In the center was the tower. From where the guards kept watch. Like the spokes of a bicycle wheel, the branches spread out from the center. There were a total of 696 cells in the jail. Cells measuring 14.8 x 8.9 feet housed only one squirrel. That too at a height of 9.8 feet from the floor.

‘সেলুলার জেল’ নাম এসেছে ‘সেল’ বা প্রকোষ্ঠ থেকে। কারাগারে মোট ৬৯৬টি সেল ছিল। ১৪.৮ x ৮.৯ ফিটের প্রকোষ্ঠগুলিতে থাকত একটি মাত্র ঘুলঘুলি। সেটাও মেঝে থেকে ৯.৮ ফিট উচ্চতায়।

Historians said that there were at least 80,000 revolutionary prisoners in this prison. It is also known from history that the revolutionary Indubhushan Roy committed suicide by twisting a torn fatwa around his neck. Revolutionary cheerleader Dutt spent 14 years in a cellular jail. The persecuted revolutionary was afflicted with malaria. He was eventually placed in the lunatic ward of the prison. Finally after his release in 1920 he returned to Calcutta.

প্রকোষ্ঠগুলি এমন ভাবে বানানো হয়েছিল, যাতে কোনও বন্দি অন্য কারও মুখ দেখতে না পারেন। ফলে তাঁদের মধ্যে যোগাযোগের কোনও উপায় ছিল না। এ ভাবেই ‘সলিটারি কনফাইনমেন্ট’-এর ব্যবস্থা করেছিল ব্রিটিশ সরকার।